New Update
/anm-bengali/media/media_files/IK6waB0TXmjCE3F1Q3NR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গরু পাচারকাণ্ডে বর্তমানে তিহাড় জেলে বন্দী বীরভূম জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। একই সঙ্গে তিহাড় জেলে ঠাঁই হয়েছে তাঁর মেয়ে সুকন্যারও। এই গরু পাচারকাণ্ডের ঘটনায় মেয়ে সুকন্যার গ্রেফতারি নিয়ে প্রথম থেকেই নাকি সিঁদুরে মেঘ দেখছেন অনুব্রত বলে মত একাংশের। এরই মাঝে বিস্ফোরক দাবি করল ইডি (ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি দাবি করেছে যে জেরায় নাকি সুকন্যা মণ্ডল বাবা অনুব্রত মণ্ডলের কথাতেই সব চেকে সই করতেন বলে স্বীকার করে নিয়েছেন। অনুব্রতর বিরুদ্ধে দায়ের করা চার্জশিটে ইডি আরও দাবি করেছে, গরু পাচারের ঘটনায় সুকন্যারও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us