/anm-bengali/media/media_files/2025/04/23/1000192486-533427.jpg)
নিজস্ব সংবাদদাতা : কাশ্মীরের পহেলগাম – একসময় যেখানে পর্যটকদের ভিড়ে জমজমাট থাকত, সেখানে এখন নেমে এসেছে স্তব্ধতা। সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকেই ভেঙে পড়েছে এই অঞ্চলের পর্যটন শিল্প। আতঙ্কে ভুগছেন পর্যটকরা, আর সেই সঙ্গে জীবিকা হারানোর আশঙ্কায় কাঁপছেন স্থানীয়রা।
একজন অভিজ্ঞ শেফ, যিনি তিন দশক ধরে পহেলগামের এক হোটেলে কাজ করছেন, চোখে জল নিয়ে বললেন, "আমি ৩০ বছর ধরে এই হোটেলে রান্নার কাজ করছি। জীবনে এমন ভয়ংকর ঘটনা আগে দেখিনি। আমরা গরিব মানুষ, পুরো জীবনটাই চলে পর্যটকদের ওপর ভরসা করে। এখন পর্যটকই নেই, খাব কী, চলব কী বুঝতে পারছি না। আমার তেমন সম্পত্তিও নেই, যে বিক্রি করে পেট চালাবো।" তিনি আরও বলেন, "সরকারের কাছে আমার আবেদন, যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়। সিজনটা দারুণ চলছিল, সব হোটেল ভর্তি ছিল। কিন্তু এখন যে ক্ষতি হবে, সেটা কয়েক কোটি নয়, হাজার কোটি টাকার বেশি।"
উল্লেখ্য, সম্প্রতি পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকেই পহেলগাঁওয়ের রাস্তা-ঘাট ফাঁকা, হোটেলগুলোতে নেই পর্যটকদের চেনা কোলাহল। ব্যবসায়ীরা বলছেন, শুধু হোটেল নয়, গাইড, হর্স রাইডার, দোকানদার — প্রত্যেকেই দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয়রা চাইছেন, সরকার দ্রুত হস্তক্ষেপ করুক। সন্ত্রাস দমন হোক, নিরাপত্তা জোরদার হোক, আর পহেলগামের সৌন্দর্যে আবার ফিরুক পর্যটকদের পদচারণা। এই ঘটনার প্রভাব যে কত গভীর, তা শুধু অর্থনীতির ক্ষতির দিক থেকে নয় — মানুষের মন ভেঙে যাওয়া, অনিশ্চয়তা আর আতঙ্কের দিক থেকেও পরিষ্কার বোঝা যাচ্ছে।
#WATCH | J&K | On Pahalgam tourism industry in a crisis following the #PahalgamTerroristAttack, a local chef says, "I have been working as a chef in a hotel in Pahalgam for the last 30 years. I have never seen such a huge incident in Pahalgam. I am poor, and my livelihood depends… pic.twitter.com/Gi96AVuAir
— ANI (@ANI) April 24, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us