New Update
/anm-bengali/media/media_files/b9eJbbpXmOpXWYEFiXFn.jpg)
EAM Jaishankar
নিজস্ব সংবাদদাতা: উগান্ডা (Uganda) ও মোজাম্বিক (Mozambique) সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর (Jaishankar)। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানান হয়েছে, উগান্ডা ও মোজাম্বিকের সঙ্গে ভারতের 'শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক' আরও জোরদার করতে আগামী ১০ থেকে ১৫ই এপ্রিল উগান্ডা সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এস জয়শঙ্কর ১০ থেকে ১২ই এপ্রিল উগান্ডা সফর করবেন। সফরকালে তিনি উগান্ডার পররাষ্ট্রমন্ত্রী জেনারেল জেজে ওডঙ্গোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন বলে জানা গেছে ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us