/anm-bengali/media/media_files/7gojv0jZt6ZsCfTOcH07.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি এবং ভারতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত শঙ্কর পি শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষৎকারের পর জয়শঙ্কর বলেন , 'যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেত্তিকে স্বাগত জানাতে পেরে দারুণ লাগছে। তিনি কোয়াড, চতুর্ভুজ নিরাপত্তা সংলাপ, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার জোট নিয়েও আলোচনা করেন। বিশেষ করে গত এক দশকের মধ্যে এই প্রথম আমাদের সম্পর্কের ব্যাপক অগ্রগতি নিয়ে আলোচনা করেছি। সাম্প্রতিক কোয়াড শীর্ষ সম্মেলন নিয়ে মতবিনিময় করেন।' উল্লেখ্য , ভারত-মার্কিন সম্পর্ক আরও শক্তিশালী হওয়া নিয়ে আত্মবিশ্বাসী পররাষ্ট্রমন্ত্রী।