New Update
/anm-bengali/media/media_files/OQsm15i1XEaR77aDh9Dm.jpeg)
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িতে DYFI-এর মিছিল আটকালো পুলিশ। DYFI -এর উত্তরকন্যা অভিযানে তুলকালাম। পুলিশের সঙ্গে DYFI-এর কর্মীদের ধস্তাধস্তি। নিয়োগ দুর্নীতির অভিযোগ ও স্বচ্ছ নিয়োগের দাবিতে এই অভিযান। রাস্তায় বসে প্রতিবাদ-বিক্ষোভ।পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। আহত একাধিক পুলিশ কর্মীl বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ পুলিশের। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হল বিক্ষোভকারীদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us