লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে মায়ানমার, 'মোচা'র জেরে ভয়াবহ পরিস্থিতি

মায়ানমারে এখনও অবধি আছড়ে পড়েনি সুপার সাইক্লোন 'মোচা' (Cyclone Mocha)। তবে তার আগেই হাওয়ার তাণ্ডব শুরু হয়ে গিয়েছে মায়ানমারের সিতাওয়ে বন্দরে। ভয়ে কাঁপছেন মানুষ।

author-image
SWETA MITRA
New Update
sitte.jpg

 
নিজস্ব সংবাদদাতাঃ মায়ানমারে এখনও অবধি আছড়ে পড়েনি সুপার সাইক্লোন 'মোচা' (Cyclone Mocha)। তবে তার আগেই হাওয়ার তাণ্ডব শুরু হয়ে গিয়েছে মায়ানমারের সিতাওয়ে বন্দরে। প্রবল ঝড়বৃষ্টিতে কার্যত তছনছ হয়ে গিয়েছে সিতাওয়ে (Sittwe)। ভেঙে পড়েছে গাছপালা। সেইসঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে এখানে। বইছে তুমুল হাওয়া। ইতিমধ্যে হু হু করে জল ঢুকতে শুরু করেছে মানুষের ঘর বাড়িতে। বাড়ির ছাদ উড়ে যাচ্ছে। রীতিমতো ভয়ে কাঁপছেন মানুষ। দেখুন ভিডিও...