ফের বন্ধ হয়ে গেল স্কুল, বড় সিদ্ধান্ত সরকারের

তীব্র তাপপ্রবাহের কারণে ওড়িশা সরকার সমস্ত বেসরকারী এবং সরকারী স্কুলকে ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, তীব্র তাপমাত্রার কারণে গত ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ওড়িশার স্কুলগুলি বন্ধ ছিল।

author-image
SWETA MITRA
New Update
school heat.jpg

নিজস্ব সংবাদদাতাঃ যত সময় এগোচ্ছে দেশজুড়ে যেন ততই তাপপ্রবাহের (Heatwave) মাত্রা বাড়ছে। ওড়িশাতেও হু হু করে বাড়ছে তাপমাত্রা। এহেন অবস্থায় দ্বাদশ শ্রেণি পর্যন্ত ওড়িশার সমস্ত স্কুল (School closed) এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি আজ ১৯ এপ্রিল এবং আগামীকাল ২০ এপ্রিল বন্ধ থাকবে বলে খবর। তীব্র তাপপ্রবাহের কারণে ওড়িশা সরকার সমস্ত বেসরকারী এবং সরকারী স্কুলকে ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, তীব্র তাপমাত্রার কারণে গত ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ওড়িশার স্কুলগুলি বন্ধ ছিল। গত ১৭ এপ্রিল স্কুল ও কলেজ খোলার পর সকালের সময়সূচি জারি করে সরকার। সকাল সাড়ে ৬টা থেকে ১১টা পর্যন্ত ক্লাস হবে বলে শিক্ষার্থীদের জানানো হয়।