দুবরাজপুর: সকাল থেকে আরও তৎপর পুলিশ

গতকাল দুবরাজপুরে বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার সকাল থেকে আরও তৎপরতার সঙ্গে কাজ করছে পুলিশ। 

author-image
Aniket
23 May 2023
দুবরাজপুর: সকাল থেকে আরও তৎপর পুলিশ

নিজস্ব সংবাদদাতা: এগরা, বজবজের পর গতকাল দুবরাজপুরে বিস্ফোরণ হয়েছে। যার ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। জানা যাচ্ছে, তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণটি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই তৎপর রয়েছে পুলিশ। বিস্ফোরণ হওয়া বাড়িটি বর্তমানে ঘিরে রেখেছে পুলিশ।

Dubrajpur Bomb Blast: আবার বিস্ফোরণ, দুবরাজপুরে বোমায় উড়ল TMC নেতার  বাড়ির ছাদ - dubrajpur bomb blast crude bomb blast at tmc leader house abk  - Aaj Tak Bangla

আজ ঘটনাস্থলে আসবে বোম্ব স্কোয়াড। তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। বর্তমানে ব্যাপক আতংক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। উল্লেখ্য, মঙ্গলবারও ফের বিস্ফোরণ হয়েছে ইংরেজবাজারের একটি বাজির দোকানে। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের।