Accident Breaking: বাঁকুড়ায় ট্রেনের উপর চেপে গেল ট্রেন! জানুন কে দায়ী

এবার ফের রেল দুর্ঘটনা ঘটল বাঁকুড়ার ওন্দা স্টেশনে। এই দুর্ঘটনা ঘটার পিছনে কর্তব্যরত স্টেশন মাস্টারের গাফিলতি নাকি চালকের গাফিলতি দায়ী? সামনে এল আসল তথ্য।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে দুটি মালগাড়ির সংঘর্ষ। রবিবার ভোর চারটে নাগাদ ওন্দা রেল স্টেশনের ডাউন কেবিনের দিকে একটি মালগাড়ি লুপ লাইনে দাঁড়িয়ে থাকা আরেকটি মালগাড়ির উপর চেপে যায়। ঘটনায় আহত হন মালগাড়ির চালক ও সহ চালক। এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছেন আদ্রার ডিআরএম মণীশ কুমার। জানা যায় যে সিগন্যাল লাল ছিল। চালকের গাফিলতিকে সরাসরি দায়ী করেছেন আদ্রার ডিআরএম। চালক ঘুমিয়ে পড়েছিলেন কিনা খতিয়ে দেখা হচ্ছে, জানালেন তিনি।