New Update
/anm-bengali/media/media_files/JexnH7V9PwVdBIy9MgGG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: পিছিয়ে গেল 'ড্রিম গার্ল ২' মুক্তির তারিখ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্মাতাদের তরফে নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। এদিন পোস্টে লেখা হয়, 'আমার প্রিয় প্রেমিকেরা, চার বছর পর আবার আপনাদের মনের টেলিফোন রিং রিং করবে। তার জন্য প্রস্তুতিও তো দুর্দান্ত, ধমাকেদার হওয়া উচিত, তাই না? তাই আরও একটু অপেক্ষা করুন ও অনেক ভালবাসা পাঠাতে থাকুন।' সূত্রের খবর, এই ছবির জন্য খুব গুরুত্বপূর্ণ ভিএফএক্সের কাজ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us