New Update
/anm-bengali/media/media_files/5kvDN7ks4dO4UV6SCkkx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২০মে অর্থাৎ আগামীকাল কর্ণাটকে নতুন করে সরকার গড়তে চলেছে কংগ্রেস (Congress)। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্যে। এরই মাঝে এক ভিডিও বার্তায় বিশেষ মন্তব্য করলেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। তিনি আজ শুক্রবার বলেন, 'অখণ্ড কর্ণাটক যে ঐতিহাসিক মুহূর্তটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তা এসে গেছে। আগামীকাল কান্তিরাভা স্টেডিয়ামে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আমি সকলকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।' দেখুন ভিডিও...
ಅಖಂಡ ಕರ್ನಾಟಕ ಕಾತುರದಿಂದ ಕಾಯುತ್ತಿರುವ ಐತಿಹಾಸಿಕ ಘಳಿಗೆ ಬಂದಿದೆ. ನಾಳೆ ಕಂಠೀರವ ಕ್ರೀಡಾಂಗಣದಲ್ಲಿ ನಡೆಯಲಿರುವ ಪ್ರಮಾಣ ವಚನ ಸ್ವೀಕಾರ ಸಮಾರಂಭಕ್ಕೆ ಆಗಮಿಸುವಂತೆ ಎಲ್ಲರನ್ನೂ ಹೃದಯಪೂರ್ವಕವಾಗಿ ಸ್ವಾಗತಿಸುತ್ತಿದ್ದೇನೆ. pic.twitter.com/bZ0Wiic1uY
— DK Shivakumar (@DKShivakumar) May 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us