/anm-bengali/media/media_files/WCpvp1O3WBzLKFWfRxdF.jpg)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের মুখ্যমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে কৌতূহল ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হওয়ার পছন্দের তালিকায় উঠে আসছে সিদ্দারামাইয়া ও শিবকুমারের নাম। তবে এবার কর্ণাটকে কংগ্রেস নেতা জি পরমেশ্বরের সমর্থকরা তাকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য দাবি তুলেছেন। ইতিমধ্যেই তারা বিক্ষোভে পথে নেমেছেন। কর্ণাটকের তুমাকুরুতে চলছে বিক্ষোভ। ফলে কর্ণাটকে মুখ্যমন্ত্রীর আসনকে কেন্দ্র করে কংগ্রেসের মধ্যে বিভেদ স্পষ্ট হচ্ছে। উল্লেখ্য, আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যেই সিদ্দারামাইয়া এবং শিবকুমার দিল্লিতে পৌঁছেছেন। তাদের সঙ্গে দলের হাইকমান্ড আলোচনা করবেন। তারপর হাইকমান্ডের তরফে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।
Tumakuru, Karnataka | Supporters of Congress leader G Parameshwara staged a protest demanding CM post for him. pic.twitter.com/cjdpEFqQvf
— ANI (@ANI) May 16, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us