এগরা বিস্ফোরণ: ঘটনাস্থল পরিদর্শন করে সুর চড়ালেন দিলীপ

বৃহস্পতিবার খাদিকুল গ্ৰামে এসে মৃত ব্যক্তিদের পরিবারের সাথে দেখা করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন এলাকা পরিদর্শন করেন তিনি।

author-image
Pallabi Sanyal
New Update
্গতগজ ৯০

নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার খাদিকুল এলাকায় বাজি কারখানায় বোমা বিস্ফোরণে প্রাণ গিয়েছে ৯ জনের। তবে এখনও আহত অবস্থায় চিকিৎসাধীন বহু মানুষ।আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার খাদিকুল গ্ৰামে এসে মৃত ব্যক্তিদের পরিবারের সাথে দেখা করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন এলাকা পরিদর্শন করেন তিনি।অভিযুক্ত ভানু বাগের বিরুদ্ধে পুলিশ যে ধারায় মামলা করেছে তার মধ্যে বোমা বিস্ফোরণের কোনও উল্লেখ নেই বলে ক্ষোভও ব্যক্ত করেন তিনি।“গুরু পাপে, লঘু দণ্ড” দেওয়া হচ্ছে বলে সুর চড়ান। বলেন, পাড়ায় মারপিট করলেও এর থেকে বেশি চার্জ দেয়। মূলত রাজ্য সরকার ও পুলিশকে নিশানা করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। এআইএ তদন্তের পক্ষে সওয়াল করেন। দিলীপ ঘোষ বলেন, “আমার মনে হয় না রাজ্য সরকার বা পুলিশ চাইছে এ ধরণের কাজ বন্ধ হোক। পরোক্ষভাবে এই ধরণের কাজকে সাপোর্ট করছে।”