New Update
/anm-bengali/media/media_files/nx01LXPeBCQ77Xada7sp.jpg)
গ্রামে সাব মার্সিবল পাম্প উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, নারায়নগড় : গরমে দূর হবে জলকষ্ট।নারায়ণগড় ব্লকের পাকুড়সেনি অঞ্চলের অন্তর্গত গাইঘাটা গ্রামে সাব মার্সিবল পাম্প উদ্বোধন করা হল। গরম পড়লেই এলাকায় প্রবল জলকষ্ট শুরু হয়। এতদিন দূর-দূরান্ত থেকে জল সংগ্রহ করতে হত গ্রামের মানুষদের। এখন থেকে তারা গ্রামেই পরিশ্রুত পানীয় জল পাবেন।সাব মার্সিবল পাম্প উদ্বোধন করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন,''কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনের জন্য ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করলেও রাজ্য সরকারের গাফিলতিতে গ্রামে গ্রামে জল পৌঁছনোর কাজ থমকে রয়েছে। তাই আমি সাংসদ তহবিলের মাধ্যমে এই কাজটি করলাম।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us