Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/ndE4NHMOc89FfIxTdzO8.jpg)
দীঘা
নিজস্ব প্রতিনিধি, দীঘা : ঘূর্ণিঝড় মোচার নাম শুনে অনেকেই মুখ ফিরিয়েছেন সমুদ্রের থেকে। অনেকে আবার দুঃসাহসিকতা দেখিয়ে ল্যান্ডফলের আগে থেকেই ভিড় জমিয়েছেন দীঘায়। যদিও কোনো রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। প্রথম থেকেই দীঘায় চোখে পড়েছে প্রশাসনিক তৎপরতার ছবি। কখনও মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়েছে তো কখনও আবার সমুদ্রে স্নান করতে নামা পর্যটকদের সরিয়ে দিতে দেখা গিয়েছে পুলিশকে। এবার ময়দানে রয়েছে NDRF কর্মীরাও। যৌথভাবে জোরকদমে চলছে মাইকিং। সতর্ক করা হচ্ছে যাতে কেউ আজকে সমুদ্রের ধারে কাছে না যায়। রবিবার ছুটির দিন হলেও মোচা সতর্কতায় নির্জন দীঘার সমুদ্র সৈকত। ডাব বিক্রেতা থেকে আইসক্রিম বিক্রেতা, সকলকে সরিয়ে দেওয়া হয়েছে সমুদ্রের ধার থেকে। গুটি কয়েক পর্যটকই রয়েছে দীঘায়। হোটেল মালিকরাও লোকসানের সম্মুখীন হচ্ছেন মোচার জেরে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us