/anm-bengali/media/media_files/nZETU8NDns8wadPvT6Is.jpg)
অনুব্রত-সুকন্যা
নিজস্ব সংবাদদাতা : গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। বার বার বাবার সঙ্গে দেখা করার কাতর আর্জি জানিয়েছেন তিনি। মায়ের মৃত্যুর পর বাবাই তার সব ছিল। কিন্তু সেই বাবা আজ তিহাড়ে। এরপর মেয়েকেও করা হল গ্রেফতার। রবিবার সুকন্যাকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। রবিবার ছুটির দিন হওয়ায় সুকন্যাকে বিশেষ বিচারক নরেশকুমার লাকা-র এজলাসে ভার্চুয়ালি পেশ করা হয়। তবে সুকন্যার তরফে জামিনের আবেদন বা ইডি-র তরফে জামিনের বিরোধিতা করা হয়নি। সুকন্যার আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে আবেদন করেন যাতে ফোনে বাবা ও বন্ধুর সঙ্গে ১০ মিনিট কথা বলতে দেওয়া হয় তাকে। যদিও বিচারক জানান, এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে জেল কর্তৃপক্ষ। ১২ মে ফের তাকে আদালতে পেশ করা হবে। তার আগে যদি তিহারই হয় তার ঠিকানা সেক্ষেত্রে বাবার সঙ্গে দেখা হয়ে যাবে মেয়ের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us