/anm-bengali/media/media_files/AF1kLLqJVYwjQN5QkQbg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও জামিন পেলেন না আম আদমি পার্টির সদস্য ও দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। আবগারি নীতি মামলায় আজ শুক্রবার মণীশ সিসোদিয়াকে আদালতে হাজির করা হয়। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ২ জুন পর্যন্ত বাড়িয়েছে রাউজ অ্যাভিনিউ আদালত। যার ফলে মণীশ সিসোদিয়াকে তিহাড় জেলেই থাকতে হবে।
এ সময় মণীশ সিসোদিয়া দিল্লি সরকার ও কেন্দ্রের মধ্যে চলমান বিরোধ নিয়ে একদিন আগে সুপ্রিম কোর্টের রায় নিয়েও প্রতিক্রিয়া জানান।
Delhi's Rouse Avenue Court extends former Delhi Deputy CM Manish Sisodia's judicial custody till June 2 in the CBI case. Consideration of the charge sheet pending before the court. https://t.co/CafCuSCAd7
— ANI (@ANI) May 12, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us