বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে স্কুল! আতঙ্ক

বোমা হামলার হুমকি এবার দিল্লির ইন্ডিয়ান পাবলিক স্কুলে। এই হুমকির জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুলটি খালি করে দেওয়া হয়েছে।

author-image
New Update
threat

নিজস্ব সংবাদদাতা: বোমা হামলার হুমকি  এবার দিল্লির (Delhi) ইন্ডিয়ান পাবলিক স্কুলে(School)।  এই বোমা   হুমকির (Bomb Threat) জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুলটি খালি করে দেওয়া হয়েছে। বুধবার  দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সাদিক নগরের ইন্ডিয়ান স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি আসে।  তবে কারা এই হুমকি পাঠিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।  ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।