জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

জাতীয় রাজধানীতে আধিকারিকদের ট্রান্সফার ও পোস্টিং-এর অধিকার নিয়ে দিল্লি সরকারের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে চরম ধাক্কা খেলেন লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা।

author-image
SWETA MITRA
11 May 2023
kejriwal.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই তড়িঘড়ি জরুরি বৈঠক ডাকলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির প্রশাসনিক পরিষেবার উপর দিল্লি সরকারের আইনগত ক্ষমতা রয়েছে বলে সুপ্রিম কোর্টের রায় দিয়েছে বৃহস্পতিবার। এরপরেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ তাঁর মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন। উল্লেখ্য, এদিন জাতীয় রাজধানীতে আধিকারিকদের ট্রান্সফার ও পোস্টিং-এর অধিকার নিয়ে দিল্লি সরকারের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।  দেশের শীর্ষ আদালত বলেছে যে কর্মকর্তাদের পদায়ন এবং বদলি করার অধিকার দিল্লি সরকারের হাতে থাকবে।