একের পর এক জঙ্গি হামলা, রাজনাথ সিংকে নিয়ে বড় খবর

শনিবার ভোরে জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় এনকাউন্টারে নিহত হয়েছে ১ জঙ্গি। ইতিমধ্যেই কাশ্মীরের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

 

নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার বেশ কয়েকদিন ধরে জঙ্গি হামলার জেরে অশান্ত হয়ে উঠছে কাশ্মীর (Jammu & Kashmir) উপত্যকা। গত কয়েকদিনে সেনা-জঙ্গির লড়াইয়ে ১০ জন সেনা জওয়ান শহীদ হয়েছেন। এদিকে লাগাতার ৩ দিন ধরে কাশ্মীরের একাধিক জায়গায় সেনা-জঙ্গির মধ্যে গুলির লড়াই চলছে। এহেন পরিস্থিতিতে এবার তড়িঘড়ি জম্মু সফরে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।  কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান মনোজ পান্ডে জম্মু সেক্টরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে জম্মু সফরে যাচ্ছেন। জানা গিয়েছে, নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ইতিমধ্যেই গ্রাউন্ড জিরোতে রয়েছেন।