লাগাতার সংঘর্ষ! হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা

সুদানে সেনা ও আধা সেনার  র‍্যাপিড সাপোর্ট ফোর্স-এর মধ্যে লাগাতার সংঘর্ষের ঘটনা ঘটছে । এই সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫২৮জন ।

author-image
আপডেট করা হয়েছে
New Update
sudan 17

নিজস্ব সংবাদদাতা: সুদানের  পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হচ্ছে। ফিরেছে সুদান ও সাউথ সুদানের সেই রক্তক্ষয়ী গৃহযুদ্ধের স্মৃতি। সেনা ও আধা সেনার  র‍্যাপিড সাপোর্ট ফোর্স-এর মধ্যে যুদ্ধের মাশুল গুনছে সাধারণ মানুষ।  ২০১১ সালে সাউথ সুদান দেশ  তৈরির মধ্যে দিয়ে যে দীর্ঘ রক্তলীলার অবসান হয়ে দেশে শান্তি ফিরেছিল, ঠিক ১২ বছর পর ফের রক্ত, মৃত্যু দেখছে সুদান। গৃহযুদ্ধে এখনও পর্যন্ত  মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫২৮জন।

 

 

  WHO রীতিমতো উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এই যুদ্ধের সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শিশুদের উপরে।  এহেন অবস্থায় সুদানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই সুদান থেকে নিয়ে আসা হচ্ছে ভারতীয়দের।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , এই যুদ্ধের মূল কারণ হল সুদানের সেনার সঙ্গে আধাসেনার  সঙ্গে ক্ষমতার লড়াই।  এই লড়াইয়ের জেরে গভীর সংকটে রয়েছে সুদানের হাজার হাজার মানুষ।