/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা:কিয়েভ শহরের দারনিতসিয়া অঞ্চলে সাম্প্রতিক বিমান হামলার পর মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এ তথ্য জানিয়েছেন কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন (KCMA)-এর প্রধান তিমুর টকাচেনকো।
ধ্বংসাবশেষ সরানোর কাজ এখনও চলছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের চিকিৎসা প্রদান এবং নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি মোকাবিলার জন্য জরুরি ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই হামলার পর উদ্ধার ও পরিষ্কার কাজ শহরের নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
⚡️Already 18 dead in Kyiv, — Head of the KCMA Tymur Tkachenko.
— BLYSKAVKA (@blyskavka_ua) August 28, 2025
Debris clearance continues in Darnytsia district.
Current fundrising for the Armed Forces of Ukraine.
💸 PayPal
molniamolnievic@gmail.com
👉 Follow @blyskavka_ua
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us