তাইওয়ানে চলছে ভয়াবহ বিমান হামলা

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, চীন গত ১০ থেকে ১৬ই এপ্রিল ফাইটার জেট এবং হেলিকপ্টার দিয়ে তাইওয়ানে হামলা চালিয়েছে।

author-image
আপডেট করা হয়েছে
New Update
japan

নিজস্ব সংবাদদাতা: জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, চীন গত ১০ থেকে ১৬ই এপ্রিল ফাইটার জেট এবং হেলিকপ্টার দিয়ে তাইওয়ানে হামলা চালিয়েছে। জাপানের দাবি, তারা  প্রায় ৩৩০ বার যুদ্ধ জাহাজ উড্ডয়ন করতে দেখেছে চীনকে। অন্যদিকে তাইওয়ানে লাগাতার বাড়ছে  চীনা যুদ্ধ জাহাজ।  এরফলে তাইওয়ানে  বাড়ছে  উদ্বেগ।