ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে বরযাত্রী বোঝাই বাস, মর্মান্তিক মৃত্যু ৫ জনের

উত্তরপ্রদেশে রবিবার ভোরে বরযাত্রী বহনকারী একটি বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাসটি গভীর গর্তে পড়ে যায় বলে খবর। এহেন ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে খবর।

author-image
SWETA MITRA
New Update
accident up.jpg



নিজস্ব সংবাদদাতাঃ এবার উত্তরপ্রদেশে (Uttarpradesh) ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে জালাউন জেলার মাধবগড় এলাকায় একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে বরযাত্রী বোঝাই একটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং ১৭ জন গুরুতর আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার ইরাজ রাজা জানান, রবিবার রাত ৩টের দিকে একটি বরযাত্রী বোঝাই বাস মান্ডেলার কাছে ফিরছিল। এরপর বাসটি মাধবগড়ের গোপালপুরা গ্রামের কাছে পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এই ধাক্কার ফলে বাসটি গভীর গর্তে পড়ে যায়। পথচারীদের কাছ থেকে খবর পেয়ে মাধবগড় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের রামপুরা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা কুলদীপ (৩৬), রঘুনন্দন (৪৬), সিরোভান (৬৫), করণ সিং (৩৪) ও বিকাশকে (৩২) মৃত ঘোষণা করেন। এসপি জানিয়েছেন, দুর্ঘটনায় আহত আরও ১৭ জনকে ওরাই মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।