New Update
/anm-bengali/media/media_files/Gx6hvWCIckSyU7ddVUDa.jpg)
নিজস্ব সংবাদদাতা: আমেরিকার পর এবার বন্দুকবাজের হামলা প্রাণ কাড়ল জামাইকায়। জামাইকার রাজধানী কিংস্টোনে ঘটেছে এই ঘটনা। একটি মিনিবাসের মধ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে। কিংস্টোনের রাস্তায় এক বন্দুকবাজ যাত্রীবাহী পাবলিক মিনিবাসে উঠে হঠাৎই গুলি চালাতে শুরু করে। এর জেরে অন্তত ৭ জন আহত হন। এর মধ্যে রয়েছে তিন শিশুও। কিংস্টোনের প্রত্যন্ত এলাকা সিভিউ গার্ডেন দিয়ে বাসটি যখন যাচ্ছিল তখনই এই হামলার ঘটনাটি ঘটে বলে জানা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর পরেই কিংস্টোনে কার্ফু জারি করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us