New Update
/anm-bengali/media/media_files/VbQMuFvrN3wXULWSSBPu.jpg)
নিজস্ব সংবাদদাতা: বৃষ্টির জেরে বাতিল হয়ে গেলো লখনউ (LSG) এবং চেন্নাইয়ের (CSK) ম্যাচ। এই ম্যাচে টস দিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাইয়ের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি (M S Dhoni)। তবে বৃষ্টির জন্য বিঘ্নিত হওয়ায় ম্যাচে প্রথম ইনিংসের মাত্র ৯.২ ওভার বল করা সম্ভব হয়েছে। এই ম্যাচে দুই দলকে সমান পয়েন্ট দেওয়া হবে। লখনউয়ের হয়ে আয়ুশ বাদোনি (Ayush Badoni) হাফ সেঞ্চুরি (Half Century) করেন।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us