New Update
/anm-bengali/media/media_files/mSWDB26okwuYSo7S0IUy.jpg)
নিজস্ব সংবাদদাতাঃআরজি করে চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনার প্রতিবাদে আজ পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। প্রতিবাদ মঞ্চ থেকে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/iByFdo9YTbGD14abn8LY.jpg)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। ক্রিমিনালকে ধরতে যা করার দরকার তা পুলিশ করেছে। আরজি কর মেডিক্যালে সিপিএম-বিজেপি ভাঙচুর করেছে। DYFIএর ফ্ল্যাগ, আর জাতীয় পতাকা নিয়ে আরজিকরে হামলা চালিয়েছে বিজেপি ও সিপিএম। জাতীয় পতাকা নিয়ে গুণ্ডামি ক্রিমিনাল অফেন্স।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us