গরু পাচার মামলা : অনুব্রতর আবেদনে সায় আদালতের! মিললো জামিন?

অনুব্রতর পাশাপাশি কন্যা সুকন্যা মণ্ডলের ঠিকানাও এখন তিহাড় জেল। গত শনিবারই মুখোমুখি হয় বাবা-মেয়ে।

author-image
Pallabi Sanyal
New Update
Breaking News

ব্রেকিং

নিজস্ব সংবাদদাতা : গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের আবেদনে সায় দিল আদালত। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয় কেষ্টকে। না, জামিন মেলেনি। আগামী ১২ জুলাই পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে তাকে। তবে,  মামলার পরবর্তী শুনানিতে ভার্চুয়াল হিয়ারিং-এর জন্য আবেদন জানান অনুব্রত। তার সেই আবেদন রাখলো আদালত। প্রসঙ্গত, অনুব্রতর পাশাপাশি কন্যা সুকন্যা মণ্ডলের ঠিকানাও এখন তিহাড় জেল। গত শনিবারই মুখোমুখি হয় বাবা-মেয়ে।