/anm-bengali/media/media_files/AZCEODe6PsPp5niMV2SC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দেশজুড়ে লাগাতার কোভিডের (Covid 19) সংক্রমণ। আজ রবিবারও হু হু করে কমল দৈনিক সংক্রমণের গ্রাফ। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, ভারতে বিগত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ২,৩৮০ জন। এছাড়া এক ধাক্কায় সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ১৮৮ জন। বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২৭,২১২ জন। এছাড়া একদিনে মৃত্যু হয়েছে ১৫ জনের। তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত মোট ৪,৪৪,১০,৭৩৮ জন সংক্রমণ থেকে সেরে উঠেছেন, যেখানে কোভিড-১৯ সংক্রমণের মৃত্যুর হার ১.১৮ শতাংশ রেকর্ড করা হয়েছে। বর্তমানে করোনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৭৫ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, দেশব্যাপী টিকাদান অভিযানের আওতায় ভারতে এখন পর্যন্ত ২২০,৬৬,৭৯,২৯৬ ডোজ কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। ২০২০ সালের ৭ আগস্ট ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ, ২০২০ সালের ২৩ আগস্ট ৩০ লাখ এবং ২০২০ সালের ৫ সেপ্টেম্বর ৪০ লাখ অতিক্রম করে।
#COVID19 | India reports 2,380 new cases and 5,188 recoveries in the last 24 hours; the active caseload stands at 27,212.
— ANI (@ANI) May 7, 2023
(Representative image) pic.twitter.com/bwk1i9xsVk
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us