মুখ্যমন্ত্রীর জোড়া ঘোষণা

এগরা বিস্ফোরণ কাণ্ডে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

author-image
Pallabi Sanyal
27 May 2023
মুখ্যমন্ত্রীর জোড়া ঘোষণা

নিজস্ব সংবাদদাতা : এগরা বিস্ফোরণ কাণ্ডে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। নিহতদের পরিবার পিছু  আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য বাবদ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ইতিমধ্যেই এগরা কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হয়েছে। তারপর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বার বার বাতিল হওয়া কর্মসূচি শএষ পর্যন্ত শনিবার বাস্তবায়িত হল। এগরায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী।