নিয়োগ দুর্নীতি : এবারেও মিললো না জামিন!

বৃহস্পতিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়েছিল জীবনকৃষ্ণ সাহা, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য-সহ ৮ জনকে। এছাড়াও এদিন ৬ এজেন্টকেও তোলা হয় আদালতে।

author-image
Pallabi Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় এবারেও মিললো না জামিন। বৃহস্পতিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়েছিল জীবনকৃষ্ণ সাহা, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য-সহ ৮ জনকে। এছাড়াও এদিন ৬ এজেন্টকেও তোলা হয় আদালতে। তবে, শান্তিপ্রসাদ সিনহাকে পেশ করা হয় ভার্চুয়ালি। জামিন তো মিললোই না, বরং বেড়ে গেল জেল হেফাজতের মেয়াদ। আগামী ১ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।  

প্রসঙ্গত, অনুব্রত-পার্থদের ক্ষেত্রে জেল হেফাজতের মেয়াদ বেশ অনেকদিন বৃদ্ধি পেলেও জীবনকৃষ্ণ সহ সুবীরেশদের ক্ষেত্রে জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হল ৬ দিন। তারপর ফের তাদের তোলা হবে আদালতে। তবে কবে খোলে সব জট তারই অপেক্ষায় সব মহল।