আমন্ত্রণ পেলেন না রাষ্ট্রপতি, সরব কংগ্রেস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৩ সালের ২৮ মে নবনির্মিত সংসদ ভবনটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। বৃহস্পতিবার লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন।

author-image
SWETA MITRA
New Update
murmu.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে নাকি আমন্ত্রণ জানানো হয়নি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। আর এই নিয়েই এবার সরব হল কংগ্রেস (Congress)। আজ সোমবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপিকে নিশানা করে এক টুইট বার্তায় লেখেন, ‘দেখেমনেহচ্ছেমোদীসরকারশুধুমাত্রনির্বাচনীকারণেদলিতএবংউপজাতিসম্প্রদায় থেকেদ্রৌপদী মুর্মুকে ভারতেররাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করেছেন।প্রাক্তনরাষ্ট্রপতিশ্রীরামনাথ কোবিন্দকেনতুনসংসদেরভিত্তিপ্রস্তরস্থাপনঅনুষ্ঠানেআমন্ত্রণজানানোহয়নি।ভারতেররাষ্ট্রপতিশ্রীমতীদ্রৌপদীমুর্মুকেওনতুনসংসদভবনেরউদ্বোধনেরজন্যআমন্ত্রণজানানোহচ্ছেনা।‘