/anm-bengali/media/media_files/5LZdbR4GRmvXhd8wD30o.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নতুন সংসদ ভবনে উদ্বোধন নিয়ে এবার কেন্দ্রীয় সরকার বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিশানা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। আজ বৃহস্পতিবার তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘মোদীজি সংসদ হচ্ছে জনগণের প্রতিষ্ঠিত গণতন্ত্রের মন্দির। রাষ্ট্রপতির কার্যালয় সংসদের প্রথম অঙ্গ। আপনাদের সরকারের ঔদ্ধত্য সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ১৪০ জন কোটি ভারতীয় জানতে চান, ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে সংসদ ভবন উদ্বোধনের অধিকার কেড়ে নিয়ে আপনি কী দেখাতে চান?’
मोदी जी,
— Mallikarjun Kharge (@kharge) May 25, 2023
संसद, जनता द्वारा स्थापित लोकतंत्र का मंदिर है।महामहिम राष्ट्रपति का पद संसद का प्रथम अंग है।
आपकी सरकार के अहंकार ने संसदीय प्रणाली को ध्वस्त कर दिया है।
140 Cr भारतीय जानना चाहते हैं कि भारत के राष्ट्रपति से संसद भवन के उद्घाटन का हक़ छीनकर आप क्या जताना चाहते हैं ?