/anm-bengali/media/media_files/VOXDXUaGWeYEYY56WVFC.jpg)
সিদ্দারামাইয়া
নিজস্ব সংবাদদাতা : কর্ণাটকে কংগ্রেস জয় পেতেই জল্পনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে। কে হবেন মুখ্যমন্ত্রী? রাজনৈতিক মহলের নজর এখন সেই দিকেই। এদিকে, ৮ বারের বিধায়ক তথা জয়ী প্রার্থী, কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার দিল্লি যাচ্ছেন না বলে স্পষ্ট করেছেন সিদ্ধান্ত। অন্যদিকে, বর্ষীয়ান নেতা সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী নির্বাচনের বিষয়ে আলোচনায় অংশ নিতে যাচ্ছেন রাজধানীতে। যদিও শেষ কথা বলবেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। প্রসঙ্গত,কংগ্রেস আইনসভা পার্টি (সিএলপি) রবিবার একটি সর্বসম্মত প্রস্তাব পাশ করেছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য অনুমোদন দিয়েছে। আজই সেই দিন। জানা যাবে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রীর নাম।
Congress leader Siddaramaiah to today come to New Delhi amid discussions in the party to decide the next Karnataka CM.#Karnataka
— ANI (@ANI) May 15, 2023
(File Photo) pic.twitter.com/SZZ3g7P3l6
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us