কংগ্রেসের সাবধানবাণী উপেক্ষা করে অনশনে সচিন!

দলীয় নেতা সচিন পাইলট (Sachin Pilot)-কে নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে রাজস্থান কংগ্রেস। কারণ কংগ্রেসের হাইকমান্ডের সতর্কবার্তা সত্ত্বেও রাজস্থানের কংগ্রেস নেতা আজ থেকে অনশন শুরু করেছেন।

author-image
SWETA MITRA
New Update
sachin pilot rajasthan.jpg

অনশনে বসলেন কংগ্রেস নেতা সচিন পাইলট

নিজস্ব সংবাদদাতাঃ দলীয় নেতা সচিন পাইলট (Sachin Pilot)-কে নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে রাজস্থান কংগ্রেস। কারণ কংগ্রেসের হাইকমান্ডের সতর্কবার্তা সত্ত্বেও রাজস্থানের কংগ্রেস নেতা আজ থেকে অনশন শুরু করেছেন। জয়পুরের শহীদ স্মারকে সচিন পাইলট রাজ্যের পূর্ববর্তী বিজেপি সরকারের সময় কথিত দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তাঁর দিনব্যাপী অনশন শুরু করেছেন। দেখুন ভিডিও...