New Update
/anm-bengali/media/media_files/ThEPvZh03JATD5ZeJMid.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে রণনীতি সাজাচ্ছে রাজনৈতিক দলগুলি। এরই মাঝে বেঙ্গালুরুতে গিয়ে বিরাট কাণ্ড ঘটালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আজ রবিবার বেঙ্গালুরুতে ডেলিভারি বয়কে নিয়ে স্কুটার চালালেন কংগ্রেস নেতা। জানা গিয়েছে, রাহুল স্কুটারে চড়ে প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করেন। এহেন ঘটনা দেখে সকলেই তাজ্জব হয়ে গিয়েছেন। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অন্যদিকে এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুতে মেগা রোড শো করেন।
#WATCH | Karnataka: Congress leader Rahul Gandhi rides a scooter with a delivery boy in Bengaluru. pic.twitter.com/MvGEgfAjtM
— ANI (@ANI) May 7, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us