'কংগ্রেসই জিতছে,' এবার জানিয়ে দিলেন খোদ রাহুল গান্ধী

কর্ণাটকের ক্ষমতাসীন বিজেপি তার দক্ষিণের শক্ত ঘাঁটি ধরে রেখে ইতিহাস গড়ার চেষ্টা করছে। ঠিক অন্যদিকে কংগ্রেস ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ফিরে আসার মরিয়া চেষ্টা করছে।

author-image
SWETA MITRA
New Update
rahul gandhi.jpg


নিজস্ব সংবাদদাতাঃ আজ বুধবার সকাল থেকেই কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এদিকে, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) বুধবার কর্ণাটকের জনগণকে একটি প্রগতিশীল এবং "৪০ শতাংশ কমিশন-মুক্ত" রাজ্য গঠনের জন্য বিপুল সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিন 'কংগ্রেস উইনিং ১৫০' (Congress Winning 150) হ্যাশট্যাগ ব্যবহার করে রাহুল গান্ধী হিন্দিতে টুইটে লেখেন, "কর্ণাটকের ভোট পাঁচটি গ্যারান্টির জন্য, মহিলাদের অধিকারের জন্য, যুবকদের কর্মসংস্থানের জন্য, দরিদ্রদের উন্নতির জন্য। আসুন আমরা বিপুল সংখ্যায় ভোট দিই। আসুন আমরা একসঙ্গে ৪০ শতাংশ কমিশনমুক্ত ও প্রগতিশীল কর্ণাটক গড়ে তুলি।"