/anm-bengali/media/media_files/IyTciAkfvn9MjR1YXw8k.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২২৪টি বিধানসভা আসনের (Karnataka Election Results) ভোটের ফলাফল এখনও ঘোষণা হয়নি। তবে তার আগেই আনন্দ উৎসবে মেতে উঠেছে কংগ্রেস (Congress) দল। ভোট গণনায় এটা স্পষ্ট যে একে অপরকে জোর টক্কর দিচ্ছে রাজনৈতিক দলগুলি। জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বিজেপিকে পিছনে ফেলে দ্রুত এগিয়ে যাচ্ছে কংগ্রেস। এদিকে এহেন ফল নিয়ে এবার মন্তব্য করলেন কংগ্রেস নেতা ও দলের অন্যতম মুখপাত্র পবন খেরা (Pawan Khera)। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, 'এতে কোনও সন্দেহ নেই যে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরাই কর্ণাটকে সরকার গড়ব। প্রধানমন্ত্রীর তথাকথিত ম্যাজিক কাজ করেনি। তাঁর নেতিবাচক কাজ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটিয়েছে।' দেখুন ভিডিও...
#WATCH | "We will form the govt with a heavy majority, there's no doubt about it. Negative, divisive campaign of the PM did not work": Congress spokesperson Pawan Khera as the Congress inches ahead in #KarnatakaElectionResultspic.twitter.com/Zgy1dfLW1M
— ANI (@ANI) May 13, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us