তারকেশ্বরে বুথ জ্যামের অভিযোগ

আজ রাজ্যের ৭টি জেলায় চলছে লোকসভা নির্বাচন।  

author-image
Shroddha Bhattacharyya
New Update
breakbreak

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলী এবং আরামবাগে আজ অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব।

SDFGHJK

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘর্ষের কথা প্রকাশ্যে এসেছে। এই আবহেই তারকেশ্বরে বুথ জ্যামের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। তারকেশ্বরের এই ১৫৬ নং বুথে বিজেপির কাউকেই ঢুকতে দিচ্ছেনা তৃণমূল।

sdfghj

এমনটাই অভিযোগ করেছে উক্ত বুথের দায়িত্বে থাকা বিজেপি কর্মীরা। 

Add 1