'ভারত এখন মহাকাশের সুপার লিগে'! শুভেচ্ছা জানালেন মমতা

মহাকাশের সুপার লিগে ভারত। জয় উদযাপন করছে গোটা ভারত। শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী লিখলেন টুইটারে? ক্লিক করে পড়ুন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: চন্দ্রযান-৩- এর অসাধারণ সাফল্যকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে ইসরোকে জানালেন শুভেচ্ছা। লিখলেন, 'চাঁদে সফলভাবে 'মিশন' পাঠানোর ক্ষেত্রে আমাদের দেশের মহৎ কৃতিত্বের শুভেচ্ছা। আমাদের বিজ্ঞানীরা দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির সাক্ষ্য রেখেছেন। ভারত এখন মহাকাশের সুপার লিগে। অভিযানের সকল গর্বিত স্থপতি এবং স্টেকহোল্ডারদের আন্তরিক অভিনন্দন। আসুন আমরা মহিমান্বিত মুহূর্তটি উদযাপন করি এবং জ্ঞান ও প্রয়োগের ক্ষেত্রে ভারতের আরও অগ্রগতির জন্য প্রার্থনা করি। জয় ভারত, জয় হিন্দ'। 

impact