New Update
/anm-bengali/media/media_files/OolDJ7NEDjeJmsFj62YT.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: মিষ্টি হাব বানাতে জমি চেয়েছিল পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি। এবার মাত্র ১ টাকার বিনিময়ে ইকো পার্কে সেই জমি দিতে রাজি রাজ্য সরকার। আজ সমিতির এক অনুষ্ঠানে গিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চ থেকে এই পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে তিনি নির্দেশ দিলেন যাতে মন্ত্রিসভার পরবর্তী বৈঠকেই সেই প্রস্তাব আনা হয়। মিষ্টি হাবের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা নিজে। নবান্নর সঙ্গে নাম মিলিয়ে রাখা হয়েছে 'মিষ্টান্ন'।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us