033-22143526- হেল্পলাইন নম্বর চালু করল মমতা সরকার

হিংসায় ক্ষতিগ্রস্ত মণিপুর থেকে পালিয়ে আসামের সীমান্তবর্তী কাছাড় জেলায় আশ্রয় নিয়েছে এক হাজারেরও বেশি মানুষ। এদিকে মণিপুর নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
SWETA MITRA
New Update
mani mamata.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরের (Manipur) পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee) এক টুইট বার্তায় লেখেন, 'মণিপুর থেকে আমরা যে ধরনের বার্তা পাচ্ছি তাতে আমি গভীরভাবে মর্মাহত। আমি মণিপুরের মানুষ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্যান্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, যারা এখন সেখানে আটকে পড়েছে। বাংলার সরকার মণিপুরের জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এবং মণিপুর সরকারের সাথে সমন্বয় করে সেখানে আটকে পড়া লোকদের সরিয়ে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধান সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করতে।   আমরা সব সময় জনগণের পাশে আছি। সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।' এমনকি হেল্পলাইন নম্বর চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। হেল্পলাইন নম্বরগুলি হল 033-22143526, 033-22535185 ।