New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে কৃতীদের সম্বর্ধনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে এই অনুষ্ঠান। 'বাংলার পড়ুয়ারা সর্ব বিষয়ে পারদর্শী', বললেন মমতা। 'অনেকে কষ্টের মধ্যে দিয়ে সাফল্যের মুখ দেখেছেন', দাবি মুখ্যমন্ত্রীর। কৃতীদের পরিশ্রমকে কুর্নিশ জানালেন মমতা। বললেন, 'বাংলার কৃতী পড়ুয়ারা বিশ্বের গৌরব'। সমস্ত বোর্ডের সফল পড়ুয়াদের জানালেন অভিনন্দন। বলেন, 'পড়ার পথে আর্থিক অভাব বাধা হবে না'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us