মেঘ ভাঙা বৃষ্টির জের, মান্ডিতে শুরু মৃত্যুর খেলা!

ঘটনায় বেশ কয়েকজন মারা গেছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cloud burst hp

File Picture

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশে ফুঁসছে নদী। জলস্তর বইছে বিপদসীমার ওপর দিয়ে। শহরে ভারী বৃষ্টিপাতের পর মান্ডির বিভিন্ন অংশে বন্যার মতো পরিস্থিতি দেখা দিয়েছে। 

মান্ডি পৌর কমিশনার রোহিত রাঠৌর বলেন, “ভারী বৃষ্টিপাতের কারণে, উপরের অঞ্চলের ধ্বংসাবশেষ নিম্ন অঞ্চলে জমা হয়েছে। এটি মেঘ ভাঙা বৃষ্টির ফলে হতে পারে। সমস্ত কর্মকর্তা বর্তমানে ত্রাণ কাজে নিযুক্ত আছেন। জেল রোডের কাছে ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা একটি ফোন পেয়েছি। ঘটনায় বেশ কয়েকজন মারা গেছেন। আমরা দুটি মৃতদেহ উদ্ধার করেছি”।