New Update
/anm-bengali/media/media_files/X03Oiodb6SpF7q5VPfEI.jpg)
অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা: ভাঙা হলো ব্যালট বক্স (Ballot Box), ছেঁড়া হলো ব্যালট পেপার (Ballot Paper)। অভিষেকের (Abhishek Banerjee) নবজোয়ার যাত্রা কর্মসূচির প্রথম দিনেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলো। তৃণমূলের দুই পক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি হয়েছে। গোপন ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোসানিমারির সভা ত্যাগ করতেই হাঙ্গামা শুরু হলো গোপন ব্যালট বক্স নিয়ে। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগেই তৃণমূলের (TMC) কোন্দল (Clash) এলো প্রকাশ্যে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us