New Update
/anm-bengali/media/media_files/0gP589AVTl8jbJcyVddU.jpg)
নিজস্ব সংবাদদাতা: সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর থেকেই উত্তাল হয়ে রয়েছে পাকিস্তান। ইমরান খানের সমর্থকরা পাকিস্তান জুড়ে প্রতিবাদ দেখাচ্ছে। জানা যাচ্ছে, পাকিস্তানের সেনা সদর দপ্তর, গুরুত্বপূর্ণ অফিসারদের বাড়ি, প্রধান রেডিও কেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। লাইভ কভারেজ নিষিদ্ধ করা হয়েছে। ফলে পাকিস্তানে সিভিল ওয়ার শুরু হয়েছে বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতীয় সীমান্তে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। পাকিস্তানের পরিস্থিতির কোনও ছাপ যেন ভারতে এসে না পড়ে সেই দিকে কড়া ভাবে নজর রাখা হচ্ছে।
عمران خان کی گرفتاری کے آرڈر جاری کرنے والے ریٹائرڈ جنرل کے گھر کا گھیراؤ pic.twitter.com/4FGhmxeVN8
— Anwar Lodhi (@AnwarLodhi) May 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us