New Update
/anm-bengali/media/media_files/HmrSeS6slW9ia7u77Zex.jpg)
পাণ্ডব মণ্ডল
নিজস্ব সংবাদদাতা : বছরের প্রথম দিন পরিবারের সঙ্গে কে না কাটাতে চায়? কিন্তু ছুটি নেওয়াটাই বিপদ ডেকে আনল সিভিক ভলেন্টিয়ারের জীবনে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজ বাজার থানার অন্তর্গত মিল্কির আট গামা নরহরপুর গ্রামে। ছুটির সুবাদে মাঠে চাষের কাজের দেখাশোনা করতে গিয়েছিলেন বছর ৩৭-এর পাণ্ডব মণ্ডল। চড়া রোদে মাঠে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিণতি মৃত্যু। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও হয়নি শেষরক্ষা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us