নিজস্ব সংবাদদাতা: তাইওয়ান (Taiwan) নিয়ে শুরু আতঙ্ক। রবিবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের মার্কিন সফরের পরই চীন (China)তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান পাঠিয়েছে। বর্তমানে চীনের যুদ্ধজাহাজ মাছ ধরার কাজ করেছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রশাসন। যারফলে তাইওয়ানের মৎস্য জীবিদের জীবিকা পড়েছে সংকটে। ইতিমধ্যেই তাইওয়ানকে ঘিরে ফেলেছে চীনের যুদ্ধজাহাজ।