BREAKING: এবার বিচারপতি! আর জি কর মামলায় নতুন মোড়
BREAKING: এবার তৃণমূল বিধায়কের পিসি! আজই তলব করল ED
বর্ষার ভয়াবহ রূপ এখনও দেখা বাকি! ৩১ আগস্টের মধ্যে এই সমস্ত শহর তলিয়ে যাবে?
চরম দুর্ভোগের শিকার অফিসযাত্রীরা ! এই অংশে ফের মেট্রো বিভ্রাট
বোরখার আড়ালে হিন্দু তরুণীকে পাচার করা হচ্ছিল সীমান্তের ওপারে ! বড় পাচারচক্রের পর্দাফাঁস করলো পুলিশ
হঠাৎ করে ধসে পড়লো অবৈধ বহুতল ! ভয়াবহ দুর্ঘটনায় মহারাষ্ট্রে নিহত ১২
নিষ্ফল হল ডোনাল্ড ট্রাম্পের হম্বি-তম্বি ! কিয়েভে রাশিয়ার মিসাইল হামলায় নিহত ৩
জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনা ! সকাল সকাল নিহত ২ জঙ্গি
দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বজায় থাকবে তীব্র অস্বস্তি ! কি বলছে আজকের আবহাওয়া ?

চীনের স্বার্থ দীর্ঘস্থায়ী যুদ্ধ নয়ঃ ম্যাক্রোঁ

ম্যাক্রোঁ এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন তিন দিনের সফরে বুধবার বেইজিং পৌঁছেছেন। সূত্রে খবর, দুই রাষ্ট্রপ্রধান ইউক্রেনে যুদ্ধের অবসান ত্বরান্বিত করতে চীনকে সম্পৃক্ত করার বিষয়ে তাদের অভিন্ন আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করবেন।

author-image
Harmeet
New Update
French President Emmanuel Macron

নিজস্ব সংবাদদাতাঃ বেইজিং পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বেইজিংয়ে পৌঁছানোর পর বলেন, 'ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের বিষয়ে, যে কেউ আক্রমণকারীকে সহায়তা করবে, সে তার সহযোগী হবে।' ম্যাক্রোঁ বলেন, 'চীনের স্বার্থ দীর্ঘস্থায়ী যুদ্ধ নয়।' তিনি আরও বলেন, 'সংঘাতের শুরু থেকেই আমরা ভুক্তভোগীকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি।' ম্যাক্রোঁ এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন তিন দিনের সফরে বুধবার বেইজিং পৌঁছেছেন। সূত্রে খবর, দুই রাষ্ট্রপ্রধান ইউক্রেনে যুদ্ধের অবসান ত্বরান্বিত করতে চীনকে সম্পৃক্ত করার বিষয়ে তাদের অভিন্ন আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করবেন। ম্যাক্রোঁ বলেন, "রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ইউক্রেনের সংঘাতে চীন 'বড় ভূমিকা' পালন করতে পারে।"