তাইওয়ান নিয়ে মুখ খুলল চীন

বেইজিং সামরিক মহড়া চালানোর সময় চীন সোমবার বলে, তাইওয়ান প্রণালীতে শান্তি এবং স্বাধীনতা পারস্পরিক একচেটিয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, "আমাদের যদি তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হয় তাহলে তাইওয়ানকেও আক্রমণ করা বন্ধ করে দিতে হবে। "

author-image
New Update
taiwan 2

নিজস্ব সংবাদদাতা: বেইজিং সামরিক মহড়া চালানোর সময় চীন(China) সোমবার বলে, তাইওয়ান প্রণালীতে শান্তি এবং স্বাধীনতা পারস্পরিক একচেটিয়া।  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, "আমাদের  যদি তাইওয়ান(Taiwan) প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হয় তাহলে তাইওয়ানকেও আক্রমণ করা বন্ধ করে দিতে হবে। " ইতিমধ্যেই, তাইওয়ানে চীনা যুদ্ধ জাহাজের মহড়া নিয়ে শুরু হয়েছে  উত্তেজনা।